
পাটনা, ১২ নভেম্বর (হি.স.): বিহারে মহাজোটের জয় নিয়ে আশাবাদী তেজস্বী যাদব। বুথ ফেরত সমীক্ষার আভাসকে ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম, ১৪ নভেম্বর ফলাফল আসবে এবং ১৮ নভেম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এটা অবশ্যই হতে চলেছে। আমরা যে প্রতিক্রিয়া পাচ্ছি তা বিজেপি-এনডিএকে হতবাক করেছে। ভোটাররা সন্ধ্যা ৬-৭ টা পর্যন্ত ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন এবং সে এক্সিট পোল যাইহোক। এক্সিট পোল আসার সময়ও ভোটগ্রহণ শেষ হয়নি।
বুধবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব আরও বলেন, আমরা যে প্রতিক্রিয়া পাচ্ছি তা খুবই ইতিবাচক। এটি ১৯৯৫ সালের নির্বাচনের প্রতিক্রিয়ার চেয়ে ভালো। ভোটারদের উপস্থিতি বেশি ছিল এবং মানুষ এই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। এবার পরিবর্তন আসতে চলেছে, কোনও যদি বা কিন্তু বলার সুযোগ নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা