তিন বছর বাদে পূরণ হল রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যান পদ, শপথ নিলেন পাপিয়া মুখার্জি
সোনারপুর ,১২ নভেম্বর (হি.স.) : প্রায় তিন বছর ফাঁকা থাকার পর অবশেষে পূর্ণ হল রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ।বুধবার এই পদে শপথ নিলেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া মুখার্জি। স্বামী অভ্র মুখার্জি ও কন্যা অদৃকা মুখার্জিকে সঙ্গে নিয়ে
তিন বছর বাদে পূরণ হল রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যান পদ, শপথ নিলেন পাপিয়া মুখার্জি


সোনারপুর ,১২ নভেম্বর (হি.স.) : প্রায় তিন বছর ফাঁকা থাকার পর অবশেষে পূর্ণ হল রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ।বুধবার এই পদে শপথ নিলেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া মুখার্জি। স্বামী অভ্র মুখার্জি ও কন্যা অদৃকা মুখার্জিকে সঙ্গে নিয়ে পৌরসভায় এসে শপথ নেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাসের দফতরে। উপস্থিত ছিলেন সি আই সি সদস্য নজরুল আলি মণ্ডল, সোনালী রায়, শিবানী ঘোষ, কাউন্সিলার বানী নাগ, মিলন সরকার সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। শপথবাক্য পাঠ করান চেয়ারম্যান পল্লব কুমার দাস নিজে।

পাপিয়া মুখার্জি দায়িত্ব গ্রহণের পর বলেন, “আমাকে এই পদে দায়িত্ব দেওয়ার জন্য আমি দলের নেতৃত্ব ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। আমার ওপর যে ভরসা রাখা হয়েছে, তা সার্থক প্রমাণ করার চেষ্টা করব। পৌর এলাকার মানুষের স্বার্থে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।”

দীর্ঘদিন ধরে ভাইস চেয়ারম্যানের পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজকর্মে কিছুটা ব্যাঘাত ঘটছিল বলে সূত্রের খবর। পাপিয়া মুখার্জির শপথগ্রহণের মাধ্যমে সেই শূন্যতা পূরণ হওয়ায় কর্মী ও কাউন্সিলারদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে নতুন ভাইস চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande