বিস্ফোরণস্থল থেকে ৪২টি নমুনা সংগ্রহ, আটক মৌলবী ইশতিয়াক
নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের জায়গা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৪২টি নমুনা জোগাড় করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের কিছুক্ষণ পর থকে নমুনা জোগাড় করতে শুরু করেন ওই বিশেষজ্ঞরা। বুধব
লালকেল্লা চত্বরে কঠোর নিরাপত্তা


নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের জায়গা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৪২টি নমুনা জোগাড় করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের কিছুক্ষণ পর থকে নমুনা জোগাড় করতে শুরু করেন ওই বিশেষজ্ঞরা। বুধবার সকালে একটি সূত্রে জানা গিয়েছ, জোগাড় করা নমুনার মধ্য়ে রয়েছে বিস্ফোরিত গাড়ির টায়ার, সিএনজি সিলিন্ডার, বনেটের অংশ, দু’টি কার্তুজ, ছেঁড়া জামাকাপড়, জুতো, রক্ত, রাসায়নিকও। ওই সব নমুনা পরীক্ষার কাজ শুরু হবে।

এদিকে, লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় হরিয়ানার মিওয়াত থেকে মৌলবী ইশতিয়াককে বুধবার আটক করল জম্মু-কাশ্মীর পুলিশ। ইশতিয়াককে শ্রীনগর নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, ওই মৌলবী ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্য়ালয়ের ক্য়াম্পাসে থাকছিলেন। তাঁর ঘর থেকেই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরেট এবং সালফার উদ্ধার হয়েছিল। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৌলবী ইশতিয়াককে। এদিকে, লালকেল্লা চত্বরে এদিনও কঠোর নিরাপত্তা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande