জর্জিয়ায় ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান
আঙ্কারা, ১২ নভেম্বর (হি.স.): আজারবাইজান থেকে ওড়ার পর তুরস্কের একটি সামরিক কার্গো বিমান ভেঙে পড়ল জর্জিয়ায়। বিমানটিতে অন্তত ২০ জন তুর্কি সেনা ছিল বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার আজারবাইজান সী
জর্জিয়ায় ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান


আঙ্কারা, ১২ নভেম্বর (হি.স.): আজারবাইজান থেকে ওড়ার পর তুরস্কের একটি সামরিক কার্গো বিমান ভেঙে পড়ল জর্জিয়ায়। বিমানটিতে অন্তত ২০ জন তুর্কি সেনা ছিল বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

মঙ্গলবার আজারবাইজান সীমান্তের কাছে জর্জিয়ার কাখেতি অঞ্চলে তুর্কি সি–১৩০ সামরিক বিমানটি ভেঙে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মাঝআকাশ থেকে দ্রুত গতিতে নেমে আসছে বিমানটি। এর কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় গোটা এলাকা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গভীর শোক প্রকাশ করেন। দুর্ঘটনার খবর জানতে পেরে তিনি সমবেদনা জানিয়েছেন। এরদোয়ান, তাঁর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রক—কেউই এখনও দুর্ঘটনার কারণ বা নিহতের সংখ্যা এখনও প্রকাশ করেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande