ভারুচে কারখানায় বিস্ফোরণ; হত দুই, আহত ২০
ভারুচ, ১২ নভেম্বর (হি.স.): মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গুজরাটের ভারুচে অবস্থিত একটি ওষুধের কারখানা। জানা গেছে, কারখানার বয়লারে বিস্ফোরণ ঘটেছে। ওই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ২০ জন। বিস্ফোরণের জেরে কারখানা চত্বরে আগ
ভারুচে কারখানায় বিস্ফোরণ; হত দুই, আহত ২০


ভারুচ, ১২ নভেম্বর (হি.স.): মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গুজরাটের ভারুচে অবস্থিত একটি ওষুধের কারখানা। জানা গেছে, কারখানার বয়লারে বিস্ফোরণ ঘটেছে। ওই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ২০ জন। বিস্ফোরণের জেরে কারখানা চত্বরে আগুন ধরে যায়। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় তা আয়ত্তে আসে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।

ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে। দমকল কর্মী মহেশ কে চুনা বলেন, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটে বা ৩টার দিকে আমি আগুন লাগার খবর পাই। যে ওষুধের কারখানায় আগুন লেগেছিল, তার নাম ভিকে ফার্মা। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি এবং দুটি মৃতদেহ উদ্ধার করেছি। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা সময় লেগেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande