একদিনের নৈনিতাল সফরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
নৈনিতাল, ১২ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বৃহস্পতিবার নৈনিতাল জেলায় একদিনের সফরে আসছেন। সফরকালে তিনি ভূজিয়াঘাটে অবস্থিত কায়া আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর একদিনের নৈনিতাল সফরে


নৈনিতাল, ১২ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বৃহস্পতিবার নৈনিতাল জেলায় একদিনের সফরে আসছেন। সফরকালে তিনি ভূজিয়াঘাটে অবস্থিত কায়া আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী এদিন সকাল ১১টা ৪০ মিনিটে ঋষিকেশ (এআইআইএমএস হেলিপ্যাড) থেকে রওনা হয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে ভূজিয়াঘাটের দোগড়া–সূর্যজালা সরকারি ইন্টার কলেজ মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে কলেজে পৌঁছে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার প্রসারে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে বক্তব্য রাখবেন। জেলার প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, চিকিৎসক এবং আমজনতাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিকেল ২টা ৩৫ মিনিটে ভূজিয়াঘাট থেকে হেলিকপ্টারে চম্পাবতের উদ্দেশে রওনা হবেন। প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande