ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচের আগে দু'দলের অনুশীলন
কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : টেস্ট ম্যাচের জন্যে অধীর আগ্রহে রয়েছে অনুরাগীরা। এবং অপেক্ষায় ক্রিকেট প্রেমীরাও। ইডেন গার্ডেন্সে যথারীতি ভারতীয় খেলোয়াড়রা বুধবার ব্যস্ত অনুশীলনে। সকালের দিকেই এদিন তাদের সকলে ওয়ার্ম আপ করেছে। নেট প্র্যাকটিস ও গা
উইকেট পরীক্ষাতে ব্যস্ত শুভমান গিল ও গৌতম গম্ভীর


কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : টেস্ট ম্যাচের জন্যে অধীর আগ্রহে রয়েছে অনুরাগীরা। এবং অপেক্ষায় ক্রিকেট প্রেমীরাও। ইডেন গার্ডেন্সে যথারীতি ভারতীয় খেলোয়াড়রা বুধবার ব্যস্ত অনুশীলনে। সকালের দিকেই এদিন তাদের সকলে ওয়ার্ম আপ করেছে। নেট প্র্যাকটিস ও গা - ঘামিয়েছেন। এরপর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও শুভমান গিল ব্যস্ত উইকেট পরীক্ষাতে। এদিকে, ব্যস্ততা তুঙ্গে দক্ষিণ আফ্রিকা দলের। বেলার দিকে সময় বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। এদিন সাতসকালেই যেমন ভারতীয়রা প্রথম দফায় ইডেনে পৌঁছে স্টেডিয়ামের মধ্যেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে সেরে নেয় অনুশীলন। দ্বিতীয় দফায় জোরকদমে দক্ষিণ আফ্রিকাও সেরেছে অনুশীলন পর্ব। এদিন তাদের জন্য অর্থাৎ সফরকারী দলের জন্য দুপুরের দিকেই তার অনুমতি ছিল। যথারীতি প্র্যাকটিস করেছে দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় দলের খেলোয়াড়রা। দুই দেশের সমস্ত খেলোয়াড়রা এদিন সকাল থেকেই দুপুর পর্যন্ত উপস্থিত ছিলেন। ইডেন গার্ডেন্সে টানটান উত্তেজনার মধ্যেই অনুশীলন পর্ব চলতে থাকে। পরস্পর দুই দল শহরের নামী এক হোটেলেই রয়েছে। টিম বাসে করে পুলিশের প্রহরাতে ইডেনে পৌঁছে অনুশীলন সেরে ফিরেছে হোটেল তাজ বেঙ্গল, আলিপুরেই। খেলা হবে শুক্রবার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande