
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মনোরম ও আরামদায়ক আবহাওয়া। ভোরে ও রাতে শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে। রোদ উঠলেও গরমের অস্বস্তি নেই। বুধবারও কলকাতায় স্বাভাবিকের নীচেই থাকল সর্বনিম্ন তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দার্জিলিং, কালিম্পঙ-এ জমজমাট ঠান্ডা। দিনে রোদ উঠলেও গরমের অস্বস্তি একেবারেই নেই। এই মুহূর্তে শুধু জাঁকিয়ে শীতের অপেক্ষা। তবে, গ্রাম বাংলায় ইতিমধ্যেই ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা