
ইমফল, ১২ নভেম্বর (হি.স.) : রাজ্যের বিভিন্ন জেলাজুড়ে চাঁদাবাজির সাথে জড়িত অভিযোগে নিষিদ্ধ একাধিক জঙ্গি গোষ্ঠীর এক মহিলা সহ সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ।
আজ বুধবার রাজ্য পুলিশের সদর দফতরের আধিকারিক সূত্রে জানানো হয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ইমফল পশ্চিম জেলার অন্তর্গত মায়াং ইমফল থানাধীন সেকমাইজিন থংগামে অবস্থিত বাসভবনের আশপাশ এলাকা থংগাম আনন্দ সিং ওরফে একু (৩৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। থংগাম আনন্দ সিং প্ৰিপাক (প্ৰো) গ্রুপের একজন স্বঘোষিত সার্জেন্ট মেজর। সিং কাকচিং জেলায় সংগঠিত চাঁদাবাজির সাথে সে জড়িত বলে অভিযোগ। তার হেফাজত থেকে একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজোপ্ত করা হয়েছে।
আধিকারিক সূত্রটি জানিয়েছে, একই দিনে পুলিশের পৃথক এক দল থউবাল জেলার ইয়ারিপোক কাকমায়াই মানিং লেইকাই এলাকায় অভিযান চালিয়ে আরপিএফ/পিএলএ-এর স্বয়ম্ভূ ল্যান্স কর্পোরাল ৫৬ বছর বয়সি থোকচাম বিজয় সিং ওরফে ভোপেন ওরফে বাইক ওরফে তাইই ওরফে খেদাকে গ্রেফতার করেছে। পুলিশের অভিযানকারীরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড বাজেয়াপ্ত করেছে।
সূত্রটি জানিয়েছে, থোকচাম বিজয় সিং মূলত বিষ্ণুপুর জেলার থিনুঙ্গেই আওয়াং লেইকাইয়ের বাসিন্দা। সে বিষ্ণুপুর জেলায় সরকারি কর্মচারীদের কাছে চাঁদাবাজিতে জড়িত ছিল।
একইভাবে গতকাল মঙ্গলবার রাজ্য পুলিশ জিরিবাম জেলা সদর জিরিবাম থানার অধীনে ডিবং সানাখঙে দুটি বাসভবনে হানা দিয়ে আরপিএফ/পিএলএ-এর আরও দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা সন্তোষ বড়ো (৩০) এবং মিসেস হোদাম ওরফে মরমি দেবী (৩১)। দুজনের বিরুদ্ধে বেসরকারি স্কুল থেকে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস