গণ্ডাছড়ায় নিখোঁজ যুবকের পরিবারের পাশে কংগ্রেসের দুই বরিষ্ঠ নেতৃত্ব
গণ্ডাছড়া (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : আসন্ন টিটিএএডিসি-এর সাধারণ নির্বাচন ও ভিলেজ কমিটির নির্বাচনের প্রাক্কালে টিটিএএডিসি এলাকার রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। এই পরিস্থিতিতে বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দুই বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মণ ও আশীস ক
গণ্ডাছড়ায় কংগ্রেস নেতৃত্বের সফর


গণ্ডাছড়া (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : আসন্ন টিটিএএডিসি-এর সাধারণ নির্বাচন ও ভিলেজ কমিটির নির্বাচনের প্রাক্কালে টিটিএএডিসি এলাকার রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। এই পরিস্থিতিতে বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দুই বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মণ ও আশীস কুমার সাহা গণ্ডাছড়া মহকুমা সফরে আসেন।

বেলা দুইটা নাগাদ গণ্ডাছড়া মহকুমা সদরে পৌঁছে প্রথমেই তাঁরা যান হরিপুর গ্রামের বারোকার্ড এলাকার নিখোঁজ যুবক সূর্যমোহন দাসের বাড়িতে। সেখানে গিয়ে দুই নেতা নিখোঁজের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। উপস্থিত ছিলেন ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীস কুমার সাহা বলেন, “পুলিশ প্রশাসনের চরম গাফিলতির ফলেই এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পরও নিখোঁজ সূর্যমোহনের কোনও সন্ধান পাওয়া যায়নি। এটি অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও জানান, রাজ্য স্তরের প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande