
আমবাসা (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : আসন্ন ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে বুধবার আমবাসায় বিজেপি-এর ধলাই জেলা কার্যালয়ে ৪৭ আমবাসা মণ্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি-এর রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক, আমবাসা মণ্ডল সভাপতি অজয় অধিকারী, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য, সহ-সভাপতি মৃদুল দত্ত সহ অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃত্ব। বৈঠকে অংশগ্রহণ করেন আমবাসা মণ্ডলের অন্তর্গত টিটিএএডিসি এলাকার বুথ সভাপতি ও কার্যকর্তারা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবল ভৌমিক জানান, টিটিএএডিসি এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “রাজ্য ও কেন্দ্রীয় সরকার জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের জনজাতিদের উন্নয়নে দু’হাত ভরে সহায়তা করছে।”
তিনি আরও বলেন, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টিটিএএডিসি নির্বাচনের কথা মাথায় রেখে জনজাতি অধ্যুষিত এলাকায় বিজেপি-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে কর্মসূচি নেওয়া হচ্ছে। জনজাতি সমাজের উন্নয়ন ও সংগঠনের ভিত্তি আরও মজবুত করার কৌশল নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান সুবল ভৌমিক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ