আপডেট... কুমারঘাটে এনআইএ-এর হানা, ফেরিওয়ালার বাড়ি থেকে বাজেয়াপ্ত তিন মোবাইল
কুমারঘাট (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন নিদেবী এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বুধবার সকালে অভিযানে নেমে তল্লাশি চালায়। স্থানীয় কাপড়ের ফেরিওয়ালা রানু পালের বাড়িতে এই অভিযান চালায় সংস্থার এ
এনআইএ টিম কুমারঘাটে


কুমারঘাট (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন নিদেবী এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বুধবার সকালে অভিযানে নেমে তল্লাশি চালায়। স্থানীয় কাপড়ের ফেরিওয়ালা রানু পালের বাড়িতে এই অভিযান চালায় সংস্থার একটি বিশেষ দল।

সূত্রের খবর অনুযায়ী, দিল্লি থেকে আগত এনআইএ-এর ওই দল কুমারঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে ছয়টা নাগাদ রানু পালের বাড়িতে পৌঁছে টানা কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালায়। তল্লাশির সময় বাড়ির নথিপত্র খতিয়ে দেখা হয় এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন সংস্থার আধিকারিকরা।

বাড়ির মালিক রানু পাল জানান, হঠাৎই সকালে কিছু লোক এসে তার পরিচয় জানতে চায় এবং পরে নিজেদের এনআইএ-এর কর্মকর্তা বলে পরিচয় দেয়। এরপর তারা ঘরে ঢুকে সব নথি পরীক্ষা করেন। তদন্ত চলাকালীন জনৈক এক সংখ্যালঘু যুবকের নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে যোগাযোগ আছে কি না জানতে চায় দলটি।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সাধারণ ফেরিওয়ালা রানু পালের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা ঘিরে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সূত্রের দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ও আন্তর্জাতিক যোগাযোগের সূত্রে এনআইএ এই অভিযান চালিয়েছে। সংস্থার আরও কয়েকটি স্থানে তল্লাশি চালানোর সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande