প্রমোফেস্ট উপলক্ষ্যে প্রস্তুত বিলোনিয়া, পাস ছাড়া প্রবেশ নিষেধ
বিলোনিয়া (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা পর্যটন দফতরের উদ্যোগে আগামী ১৫ ও ১৬ নভেম্বর দক্ষিণ জেলার বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য প্রমোফেস্ট। রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা
পাসের জন্য ভীড়


বিলোনিয়া (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা পর্যটন দফতরের উদ্যোগে আগামী ১৫ ও ১৬ নভেম্বর দক্ষিণ জেলার বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য প্রমোফেস্ট। রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যপাল। দুই দিনব্যাপী এই উৎসবে রাজ্য ও বহিঃরাজ্যের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হবে নানা সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠান। উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুধবার দক্ষিণ জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দক্ষিণ জেলার জেলাশাসক জানান, অনুষ্ঠানে প্রবেশের জন্য পাস নেওয়া বাধ্যতামূলক। বর্তমানে জেলা প্রশাসনের কার্যালয়ে পাস প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। পাস সংগ্রহের সময় আধার কার্ড সঙ্গে আনতে হবে, যা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত হবে। তিনি আরও জানান, দর্শকদের সুবিধার্থে আগামী দিনে পাস প্রদানের কাউন্টার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে প্রমোফেস্টকে কেন্দ্র করে বুধবার থেকেই জেলাশাসকের কার্যালয়ে পাস সংগ্রহের ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয়রা উৎসব নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত, আর প্রশাসনের তরফে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande