
বিলোনিয়া (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার পুলিশের দ্রুত পদক্ষেপে চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার হল চুরি যাওয়া সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ত্রিশ হাজার টাকা। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য সাড়ে সাত লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মতাই ভূমিহীন কলোনির বাসিন্দা বেনু মল্লের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি যায়। অভিযোগ দায়েরের পর বিলোনিয়া থানার এসআই রাহুল জামাতিয়া ও প্রানজিৎ রায়ের নেতৃত্বে পুলিশি তদন্ত শুরু হয়। তদন্তের ভিত্তিতে চুরির সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তিকে আগরতলা থেকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার কাছ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়।
আজ বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ঋষভ সাংবাদিক সম্মেলনে উদ্ধারকৃত সামগ্রী বেনু মল্লের হাতে তুলে দেন। তিনি সকল নাগরিকের উদ্দেশে আহ্বান জানান, “চুরি বা অপরাধমূলক কোনও ঘটনা ঘটলে বিলম্ব না করে অবিলম্বে পুলিশকে জানান, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।”
জানা গেছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে একটি সোনার আংটি ও নগদ ২৮০০ টাকা এখনও উদ্ধার হয়নি। চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তি গৃহকর্তার নিকট আত্মীয় হওয়ায়, পারিবারিক সমঝোতার মাধ্যমে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। বেনু মল্ল ও তাঁর স্ত্রী পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ