আগামী জানুয়ারিতে হাঁপানিয়ায় অনুষ্ঠিত হবে আগরতলা বইমেলা
আগরতলা, ১২ নভেম্বর (হি.স.) : আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আগরতলা বইমেলা। বুধবার আগরতলায় সুকান্ত একাডেমির মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন
বইমেলার প্রস্তুতি সভা


আগরতলা, ১২ নভেম্বর (হি.স.) : আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আগরতলা বইমেলা। বুধবার আগরতলায় সুকান্ত একাডেমির মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, বিধায়ক মিনা রানী সরকার, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী অরুণোদয় সাহা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ডঃ পি কে চক্রবর্তী।

অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, বইমেলা কেবল সংস্কৃতির উৎসব নয়, এটি জ্ঞানচর্চারও এক মহোৎসব। রাজ্যজুড়ে বইপ্রেমী, ছাত্রছাত্রী ও যুবসমাজের আগ্রহই এর প্রাণশক্তি। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে পারলে তারা আরও সমৃদ্ধ হবে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ বলেন, বই পড়ার আনন্দ ও নেশা অনন্য। ছাত্রছাত্রীদের সাহিত্যচর্চার অভ্যাস গড়ে তুলতে বইমেলার ভূমিকা গুরুত্বপূর্ণ।

মেয়র দীপক মজুমদার জানান, হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ এখন সবধরনের মেলা আয়োজনের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। ফলে বইমেলার পরিসর ও দর্শনার্থীর সংখ্যা দুই-ই বেড়েছে।

প্রস্তুতি সভায় জানানো হয়, গতবারের বইমেলায় ১৮০টি স্টল খোলা হয়েছিল, ১ কোটি ৫৩ লক্ষ টাকার বই বিক্রি হয় এবং ১৭০০ শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। ২০২৬ সালের বইমেলাকে আরও আকর্ষণীয় ও সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande