সিপাহীজলায় সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী উদযাপন
বিশালগড় (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : ভারতবর্ষে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষের বসবাস থাকলেও ঐক্য ও সংহতির বন্ধন অটুট রয়েছে। এই ঐক্যের বার্তাই তুলে ধরলেন ত্রিপুরা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ। বুধবার সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে য
পদাযাত্রায় মন্ত্রী কিশোর বর্মণ


বিশালগড় (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : ভারতবর্ষে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষের বসবাস থাকলেও ঐক্য ও সংহতির বন্ধন অটুট রয়েছে। এই ঐক্যের বার্তাই তুলে ধরলেন ত্রিপুরা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ।

বুধবার সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের উদ্যোগে আয়োজিত লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, “স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের ঐক্য রক্ষায় সর্দার প্যাটেল ছিলেন অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, তফাজ্জল হোসেন, অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা, ক্রীড়া দফতরের উপঅধিকর্তা সমীর দেববর্মা সহ জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও পুরপরিষদের চেয়ারম্যান।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande