
আগরতলা, ১২ নভেম্বর (হি.স.) : জিরানীয়া রেলস্টেশনে নেশা সামগ্রী উদ্ধার কাণ্ডে নয়া মোড়। মামলার অন্যতম অভিযুক্ত মান্তনু সাহার বাইপাস সংলগ্ন পূর্ব চাম্পামুড়াস্থিত গোডাউনে বুধবার হানা দিল ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দল।
সূত্রের খবর, অভিযানে নেতৃত্ব দেন ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিক সুকান্ত সেন চৌধুরী। গোডাউনে তল্লাশি চালিয়ে পুলিশ সিসি ক্যামেরার ডিভিআর, বিভিন্ন নথিপত্র ও রেকর্ড বাজেয়াপ্ত করে। ওই গোডাউনের নাম ‘অঞ্জলি ট্রেডিং এজেন্সি’ বলে জানা গেছে। সেখানে বিপুল পরিমাণ রাবার মজুত থাকায় সেই বিষয়েও খোঁজখবর নিচ্ছে তদন্তকারী সংস্থা।
অভিযানের বিষয়ে তদন্তকারী আধিকারিক সুকান্ত সেন চৌধুরী জানান, গোডাউন থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তবে ধৃত অভিযুক্ত মান্তনু সাহাকে জিজ্ঞাসাবাদে নতুন কোনও নাম উঠে এসেছে কি না, সে বিষয়ে আপাতত মুখ খুলতে রাজি হননি তিনি।
প্রসঙ্গত, জিরানিয়া রেল স্টেশনে রেলের বগি থেকে বিপুল পরিমাণ এসকফ সিরাপ উদ্ধারের ঘটনায় ক্রাইম ব্রাঞ্চ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ কুমার ঘোষ, দিল্লির হিমাংশু ঝা ওরফে সোনু, রাজীব দাশগুপ্ত এবং মান্তনু সাহা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ