কাশ্মীর জুড়ে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান
শ্রীনগর, ১২ নভেম্বর (হি.স.): পাকিস্তানের প্রতি সহানুভূতি রাখা বিচ্ছিনতাবাদী থেকে শুরু করে জঙ্গিদের ধরতে কাশ্মীর জুড়ে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। নিষিদ্ধ মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামি (জেইআই) এর বিরুদ্ধে বুধবার অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জম্ম
কাশ্মীর জুড়ে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান


শ্রীনগর, ১২ নভেম্বর (হি.স.): পাকিস্তানের প্রতি সহানুভূতি রাখা বিচ্ছিনতাবাদী থেকে শুরু করে জঙ্গিদের ধরতে কাশ্মীর জুড়ে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। নিষিদ্ধ মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামি (জেইআই) এর বিরুদ্ধে বুধবার অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান, কুলগাম, বারামুলা এবং গান্ডেরবাল জেলার বিভিন্ন স্থানে এ দিন জেইআই সদস্য এবং তাদের সহযোগীদের বাড়ি এবং সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের দাবি, সন্ত্রাসবাদী কার্যকলাপের কাঠামোকে ভেঙে ফেলার উদ্দেশ্যেই এই অভিযান। অভিযানের সময় বেশ কিছু সন্দেহজনক উপাদান এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, কুলগামে ২০০টিরও বেশি স্থানে তল্লাশি অভিযান চালায় সেনা। বিভিন্ন জামাত-ই-ইসলামি সদস্য এবং তাদের সমর্থকদের চিহ্নিত করে এই অভিযান চালানো হচ্ছে। গত চারদিনে এই নিয়ে কুলগামে ৪০০টিও বেশি জায়গায় হানা দিয়েছে সেনা। এদিকে শোপিয়ানে জামাত সদস্য ডঃ হামিদ ফয়াজ এবং মহম্মদ ইউসুফ ফালাহির বাড়িতেও হানা দিয়েছে সেনা। জামাত সদস্যদের বাড়িতে হানা দিয়ে অনেক নথি, ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে সেনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande