সর্দার প্যাটেলের আদর্শে আত্মনির্ভর ও নেশামুক্ত ভারত গঠনের আহ্বান মন্ত্রী টিংকু রায়ের
ধর্মনগর (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : “আমরা এমন এক ভারত গড়ে তুলতে চাই, যে ভারত হবে আত্মনির্ভর, নেশামুক্ত ও স্বচ্ছ।” — বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন ত্রিপুরা
পদযাত্রায় মন্ত্রী টিংকু রায়


ধর্মনগর (ত্রিপুরা), ১২ নভেম্বর (হি.স.) : “আমরা এমন এক ভারত গড়ে তুলতে চাই, যে ভারত হবে আত্মনির্ভর, নেশামুক্ত ও স্বচ্ছ।” — বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়।

উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পদযাত্রার সমাপনী অনুষ্ঠানটি হয় ধর্মনগরের বি.বি.আই. প্রাঙ্গণ থেকে কৃষ্ণপুর পর্যন্ত। পদযাত্রায় অংশ নেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। কৃষ্ণপুরে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিংকু রায় বলেন, “স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল তাঁর দূরদর্শিতা ও দৃঢ়তার মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে ভারতের অখণ্ডতা নিশ্চিত করেছিলেন। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা চিরস্মরণীয়।”

মন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গড়ে তোলার যে স্বপ্ন দেখেছেন, সেই লক্ষ্য পূরণে আমাদের সবাইকে আত্মনির্ভর হতে হবে। দেশীয় দ্রব্য ব্যবহার করতে হবে এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলতে হবে। তাহলেই ভারত শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছাবে।”

তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশ আত্মনির্ভরতার পথে দ্রুত এগিয়ে চলেছে। এক সময় বিদেশ থেকে আমদানি করা অনেক দ্রব্য এখন দেশেই উৎপন্ন হচ্ছে এবং বিদেশে রপ্তানিও করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande