তুরস্কে ‘জুয়ায় জড়িয়ে’ ১০২ ফুটবলার নিষিদ্ধ
তুরস্ক, ১৪ নভেম্বর (হি.স.) : জুয়ার ছোবলে বিপর্যস্ত তুরস্কের ফুটবল। ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগে তদন্তের পর দেশটির শীর্ষ দুই স্তরের ১০২ জন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)। টিএফএফের পেশাদার ফুটবল ডিসিপ্ল
তুরস্কে ‘জুয়ায় জড়িয়ে’ ১০২ ফুটবলার নিষিদ্ধ


তুরস্ক, ১৪ নভেম্বর (হি.স.) : জুয়ার ছোবলে বিপর্যস্ত তুরস্কের ফুটবল। ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগে তদন্তের পর দেশটির শীর্ষ দুই স্তরের ১০২ জন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

টিএফএফের পেশাদার ফুটবল ডিসিপ্লিনারি কাউন্সিল (পিএফডিকে) বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে শীর্ষ স্তর সুপার লিগের ২৫ জন ও দ্বিতীয় স্তরের ৭৭ জন খেলোয়াড় আছেন এই তালিকায়।

এর আগে এই মাসের শুরুতে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে নিষিদ্ধ করেছিল টিএফএফ। একটি তদন্তে দেখা গেছে, দেশের পেশাদার লিগে কাজ করা ম্যাচ অফিশিয়ালরা ফুটবল ম্যাচে বাজি ধরছেন

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande