
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): বর্ধমান-আসানসোল সেকশনে নতুন ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিন এবং ইয়ার্ড পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। এর জন্য দুর্গাপুর স্টেশনে নন-ইন্টারলকিং কাজ চলছে। ফলে রবিবার ওই অংশে দুটি ট্রেন বালি করা হচ্ছে।
ট্রেন নং ৬৩৫১৭ বর্ধমান-আসানসোল মেমু ১৬.১১.২০২৫ তারিখে বাতিল থাকবে। ট্রেন নং ৬৩৫১৩ বর্ধমান-আসানসোল মেমু ১৬.১১.২০২৫ তারিখে বাতিল থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত