রতলাম এক্সপ্রেসওয়েতে খাদে পড়ল গাড়ি , মৃত ৫ জন
রতলাম, ১৪ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রতলাম জেলায় ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহী নদীর পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান , গাড়িতে
দুর্ঘটনা


রতলাম, ১৪ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রতলাম জেলায় ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহী নদীর পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান , গাড়িতে চারজন ছিলেন মুম্বই থেকে এবং একজন ওড়িশা থেকে। তারা দিল্লি থেকে মুম্বই যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দানিশ (১৫), দুর্গেশ প্রসাদ (৩৫), গুলাম রসুল (৬০), খলিল ও গুলাম মোইনুদ্দিন ।

ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) আধিকারিকদের তথ্যানুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে মাত্র ১০ ফুট দূরে স্পিড গান বসানো আছে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ির গতি প্রায় ১৫০ কিমি/ঘণ্টা ছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার ও ঘটনার কারণ খতিয়ে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande