বিহারে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে এনডিএ-কে সাহায্য করেছে এমআইএম
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): বিহারে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে এবার এনডিএ-কে বিশাল সাহায্য করে দিয়েছে আসাদউদ্দিন ওয়াইসির এমআইএম (মিম)। পাশে এসে দাঁড়িয়েছে সংখ্যালঘুদের একাংশ। গোটা সীমাঞ্চল অঞ্চলে ৫টি আসনে এগিয়ে রয়েছে মিম। আসন ধরে ধরে তারা কংগ্রেস ও
বিহারে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে এনডিএ-কে সাহায্য করেছে এমআইএম


কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): বিহারে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে এবার এনডিএ-কে বিশাল সাহায্য করে দিয়েছে আসাদউদ্দিন ওয়াইসির এমআইএম (মিম)। পাশে এসে দাঁড়িয়েছে সংখ্যালঘুদের একাংশ।

গোটা সীমাঞ্চল অঞ্চলে ৫টি আসনে এগিয়ে রয়েছে মিম। আসন ধরে ধরে তারা কংগ্রেস ও জেডিইউ-র যাত্রা ভঙ্গ করেছেন। বিহারে এবার ভোটের ফলাফল ঘোষণার আগে ‘টুডেজ চাণক্য’ তাদের এক্সিট পোলে জানিয়েছিল, এনডিএ ১২ থেকে ১৫ শতাংশ মুসলিম ভোট পেতে পারে।

বিহারে বিজেপির সঙ্গে জোটে থাকলেও রাজ্যে কখনও উগ্র হিন্দুত্বের রাজনীতিকে প্রশ্রয় দেননি নীতীশ। তিনি প্রতি বছর ইফতার পার্টিতেও যান ফেজ টুপি পরে। রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টিও সংখ্যালঘুদের অধিকারের জন্য কথা বলেন।

অর্থাৎ বিহারে এনডিএ-র সরকার থাকলেও নীতীশ মুসলিমদের জন্য সেফটি ভালভ হয়েছিলেন। হতে পারে মহিলাদের জন্য ১০ হাজার টাকার প্রকল্পের সুবিধা মুসলিম মহিলারাও পেয়েছেন। এবং তার ফল পেয়েছে এনডিএ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande