
উত্তর ২৪ পরগনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে ফের ক্ষমতায় আসছে এনডিএ জোট। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পদ্মশিবির। ফলপ্রকাশ শেষ হতে না হতেই বিজয় উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন বিজেপি নেতারা। চলছে লাড্ডু বিতরণ।
বিহার নির্বাচনের জয়ের প্রভাব বাংলাতেও। অর্জুন গড় ভাটপাড়াতে মিষ্টি বিতরণ শুরু হয় ভরদুপুরেই। উচ্ছ্বসিত বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দাবি, বিহারের জয় বাংলার মানুষকে ভাবিয়ে তুলবে।
প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বাজি ফাটিয়ে জয়ের আনন্দে মাতেন কর্মীরা। এরপরেই অর্জুনবাবু বলেন, ”বিহারে এনডিএয়ের বিপুল জয় নিশ্চয় একবার হলেও বাংলার মানুষকে ভাবিয়ে তুলবে।” এমনকী নির্বাচনের ফলাফলের প্রভাব বঙ্গ বিধানসভা নির্বাচনে পড়বে বলেও আশাবাদী বিজেপি নেতার। শুধু তাই নয়, এই জয় কর্মীদেরও বাড়তি অক্সিজেন জোগাবে বলে মত তাঁর।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত