বিহারের ফলাফল হতাশাজনক, এতে কোন সন্দেহ নেই : অশোক গেহলট
জয়পুর, ১৪ নভেম্বর (হি.স.): বিহারের ফলাফল নিয়ে হতাশা ব্যক্ত করলেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর কথায়, এই ফলাফল হতাশাজনক, এতে কোন সন্দেহ নেই। শুক্রবার জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেন, সেখানে আমি যে
অশোক গেহলট


জয়পুর, ১৪ নভেম্বর (হি.স.): বিহারের ফলাফল নিয়ে হতাশা ব্যক্ত করলেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর কথায়, এই ফলাফল হতাশাজনক, এতে কোন সন্দেহ নেই। শুক্রবার জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেন, সেখানে আমি যে ধরণের পরিবেশ দেখেছি - মহিলাদের প্রত্যেককে ১০,০০০ টাকা করে দেওয়া হচ্ছিল; নির্বাচনী প্রচার চলাকালীনও তা দেওয়া হচ্ছিল। নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকায় ছিল। কেন এটা বন্ধ করেনি? এটা করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। এর মানে হল রাহুল গান্ধী ভোট চুরির জন্য যা বলেছিলেন, এটাই ভোট চুরি।

গেহলট বলেন, নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নেয়নি, তারা শাসক দলের সঙ্গে যোগসাজশ করছে। আজকাল অর্থের অপব্যবহার হচ্ছে। মহারাষ্ট্রে প্রার্থীদের কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল। কংগ্রেস এবং আরজেডির কাছে টাকা নেই। তাই, গণতন্ত্রের উপর ঝুঁকির আশঙ্কা রয়েছে। নির্বাচন জেতা এক জিনিস, এনডিএ জিতবে এবং সরকার গঠন করবে। মোদীজি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু আমি বিশ্বাস করি যে কংগ্রেসের আদর্শই দেশের স্বার্থে। দেশের কংগ্রেসকে প্রয়োজন। তারা (এনডিএ) নির্বাচনী বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande