জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে বঙ্গে প্রহৃত বিজেপি কর্মীরা, তোপ সুকান্তর
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): “বিহার বিধানসভা নির্বাচনে NDA-এর ঐতিহাসিক জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট সশস্ত্র দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো ভারতীয় জনতা পার্টির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার কার্যকর্তা
প্রহৃত বিজেপি কর্মীরা


প্রহৃত বিজেপি কর্মীরা


কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): “বিহার বিধানসভা নির্বাচনে NDA-এর ঐতিহাসিক জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট সশস্ত্র দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো ভারতীয় জনতা পার্টির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার কার্যকর্তাদের!” শুক্রবার রাতে এক্সবার্তায় এই অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

তিনি লিখেছেন, “তৃণমূলের স্থানীয় নেতা শামীম এর উপস্থিতিতে শাসকদলের সশস্ত্র দুষ্কৃতী বাহিনী ওখানে উপস্থিত কার্যকর্তাদের শরীরে বিভিন্ন অংশে অস্ত্র দিয়ে কোপ মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে!

আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের তাঁর সমস্ত সমাজবিরোধী-দুষ্কৃতী চামচাদের স্মরণ করিয়ে দিতে চাই, আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা! এবার উল্টো গোনা শুরু করুন।

ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর প্রতিটি নিপীড়ন প্রতিটি আঘাতের বদলা নেওয়া হবে। তৃণমূলের রাজত্বে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হওয়া বাংলাকে পাপমুক্ত না করা পর্যন্ত বিজেপি থামবে না।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande