বিহার জয়ে বাঁকুড়ায় বিজেপির উচ্ছ্বাস, রথতলায় বিজয়মিছিল
বাঁকুড়া, ১৪ নভেম্বর (হি.স.) : বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়ের খবরে বাঁকুড়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভোট গণনার সঙ্গে সঙ্গে ফলাফলে জয়ের ইঙ্গিত মিলতেই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের রথতলা বিজেপি কার্যালয়ে ভিড় বাড়তে থাকে কর্
বিহারের নির্বাচনে জয়ে বিজেপির বিজয়মিছিল


বাঁকুড়া, ১৪ নভেম্বর (হি.স.) : বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়ের খবরে বাঁকুড়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভোট গণনার সঙ্গে সঙ্গে ফলাফলে জয়ের ইঙ্গিত মিলতেই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের রথতলা বিজেপি কার্যালয়ে ভিড় বাড়তে থাকে কর্মী–সমর্থকদের।

জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিধায়ক নিলাদ্রী দানা, পুর কাউন্সিলর অনন্যা রায় সহ নেতৃত্বরা কর্মীদের মিষ্টিমুখ করান। এরপরই ঢাক–ঢোল, তাসা, আবির ও বাজির মধ্য দিয়ে শুরু হয় বিজয় মিছিল।

মিছিল বীরসাভারকর সরণির রানীগঞ্জ মোড়ের সাভারকরের মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। এক বিজেপি নেতা মন্তব্য করেন, “২৪ শে কলিঙ্গ, ২৫ শে অঙ্গ, ২৬ শে বঙ্গ ।” এদিন বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা জানান, “দেশে সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিহারের জনগণ বিজেপি নেতৃত্বাধীন জোটকে আশীর্বাদ করেছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande