
পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। বিহারের ৩৮টি জেলার ৪৬টি গণনা কেন্দ্রে চলছে ভোটগণনা। প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিহারে ৬ ও ১১ নভেম্বর দুই পর্যায়ে হয়েছে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে, বিহারে ১৯৫১ সালের পর সর্বোচ্চ ৬৭.১৩ শতাংশ ভোট পড়েছে।
বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে জিততে প্রয়োজন ১২২টি আসন। বিহারে এবার দুই দফায়, যথাক্রমে ৬ ও ১১ নভেম্বর ভোট হয়েছে। গত ৬ নভেম্বর প্রথম দফায় বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। মঙ্গলবার দ্বিতীয় দফায় ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনেও ব্যাপক ভোট পড়ে। উল্লেখ্য, শুক্রবারই দেশের ৬টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা উপনির্বাচনের গণনাও শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা