
পাটনা, ১৪ নভেম্বর (হি.স.) : শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসতেই দেখা গেল, নীতীশ ফিনিশ নন, বরং ফিনিক্স। তাঁর দল বিহারে শুধু ফিরছেই না, রীতিমতো হইহই করে ফিরছে। এদিন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের বাইরে একটি পোস্টার সবার মনোযোগ আকর্ষণ করেছে।
মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরের পোস্টারে স্পষ্টভাবে লেখা আছে, বিহার মানে নীতীশ কুমার। এদিন সকালে লাগানো এই পোস্টারটি দেখে মনে হচ্ছে নীতীশ ফিনিশ নন, বরং ফিনিক্স। এই পোস্টারটি ফিল্মি স্টাইলে ডিজাইন করা, স্পষ্টভাবে ক্ষমতা এবং প্রভাবের বার্তা বহন করে।
এদিকে এদিন ভোটের ফলাফল চূড়ান্ত হওয়ার আগেই পাটনার জেডিইউ দফতরের সামনে পোস্টার দেখা গিয়েছে, তাতে নীতীশ কুমারকে একটি বাঘের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তাতে মোটা অক্ষরে লেখা, ‘টাইগার আভি জিন্দা হ্যায়।’ পোস্টারটির সঙ্গে এদিন পথচারীরা তাদের গাড়ি থামিয়ে ছবি তুলতে শুরু করে।
প্রসঙ্গত, পোড় খাওয়া রাজনীতিবিদ নীতীশ কুমার। অনেকেই এবারের নির্বাচনের আগে বলতে শুরু করেছিলেন যে, এটাই হয়তো নীতীশের শেষ নির্বাচন। তাঁর স্বাস্থ্য ঘিরে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ৭৪ বছরে এসেও নীতীশ কুমার বুঝিয়ে দিলেন, “টাইগার আভি জিন্দা হ্যায়”।
হিন্দুস্থান সমাচার / সোনালি