বাংলায় বিহারের ভোটের প্রভাব পড়বে না: কুণাল
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে এনডিএ-র বিপুল ব্যবধানে জয়ের মধ্যেই এ বার পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ বলে হুঙ্কার দিতে শুরু করেছেন বিজেপির অনেক নেতা। এই আবহে পশ্চিমবঙ্গের সমীকরণ অন্য, এমনই দাবি করে পাল্টা সরব হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূল নে
বাংলায় বিহারের ভোটের প্রভাব পড়বে না: কুণাল


কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে এনডিএ-র বিপুল ব্যবধানে জয়ের মধ্যেই এ বার পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ বলে হুঙ্কার দিতে শুরু করেছেন বিজেপির অনেক নেতা। এই আবহে পশ্চিমবঙ্গের সমীকরণ অন্য, এমনই দাবি করে পাল্টা সরব হল তৃণমূল কংগ্রেস।

শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ওটা বিহারের সমীকরণ। বাংলার সঙ্গে সম্পর্ক নেই। বাংলায় এর প্রভাব পড়বে না। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান মূল বিষয়। ২৫০-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। কুণালের এও সংযোজন, বিহারকে দেখিয়ে বাংলাকে হুমকি দিয়ে বিজেপির যে নেতারা বিবৃতি, হুমকি দিচ্ছেন, তাঁরা অকারণ সময় নষ্ট করছেন।

পাশাপাশি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে (এসআইআর) কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিজেপি ও কমিশনের ‘চক্রান্ত’ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘অপব্যবহারের’ বিরুদ্ধে নিবিড় জনসংযোগে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। এর সঙ্গেই বিহারে কংগ্রেসের শোচনীয় ফলকে সামনে রেখে কুণালের দাবি, বিজেপি বিরোধিতায় কংগ্রেস যে ব্যর্থ, তা প্রমাণিত হল আবার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande