মমতা বাংলায় পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছেন : বিপ্লব দেব
শিলিগুড়ি, ১৪ নভেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, মমতা বাংলায় পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হ
বিপ্লব দেব


শিলিগুড়ি, ১৪ নভেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, মমতা বাংলায় পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব বলেন, বিহারের জনগণকে আবারও তাদের মত প্রদর্শনের জন্য অভিনন্দন জানাচ্ছি। এটি পাটলিপুত্র, চাণক্যের ভূমি, এবং নির্বাচনের ফলাফল এটি প্রতিফলিত করে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বাংলায় পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। কমিউনিস্ট বা কংগ্রেসের আমলে বাংলায় কখনও পরিবারতান্ত্রিক রাজনীতি হয়নি। গত ১৫ বছরে তারা বাংলার জনগণের সঙ্গে যা-ই করেছে, নারী হোক বা যুব, তারা বাংলার ক্ষতি করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande