মুর্শিদাবাদে একাধিক জায়গা থেকে উদ্ধার বোমা
মুর্শিদাবাদ, ১৪ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদে পৃথক দু’টি জায়গা থেকে ২৭টি বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমকলের কামুড়দিয়াড় ঘাটপাড়া এলাকায় ১২টি ও নিশ্চিন্তপুর এলাকা থেকে ১৫টি বোমা উদ্ধার হয়েছে। খবর দেওয়
মুর্শিদাবাদে একাধিক জায়গা থেকে উদ্ধার বোমা


মুর্শিদাবাদ, ১৪ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদে পৃথক দু’টি জায়গা থেকে ২৭টি বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমকলের কামুড়দিয়াড় ঘাটপাড়া এলাকায় ১২টি ও নিশ্চিন্তপুর এলাকা থেকে ১৫টি বোমা উদ্ধার হয়েছে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড এর কর্মীদের।

এদিকে, বৃহস্পতিবার রাতেই মুর্শিদাবাদের কান্দি থানার হিজল অঞ্চলে বাঘ আছড়া গ্রামের মাঠ থেকে বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ৬২টি তাজা বল বোমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবারই মুর্শিদাবাদের রানিনগরের সিসাপাড়া এলাকা থেকে ১৩টি সকেট বোমা উদ্ধার করেছিল রানিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দু’টি নাইলনের ব্যাগ থেকে ওই বোমাগুলি উদ্ধার হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড কর্মীদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande