
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): শুক্রবার শিয়ালদহ আদালতে আর জি কর মামলার শুনানি ছিল। মামলার শুনানিতে এদিন সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুধু তাই নয়, আর জি কর মামলায় গোপন জবানবন্দি দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন নির্যাতিতার মা।
শুধু তাই নয়, শুনানি চলাকালীন এদিন চাঞ্চল্যকর দাবি করেন তিনি।
শুনানির সময়ের কথা তুলে অভিযোগ করে অভয়ার মা জানান, ”তদন্ত চলাকালীন কী বলতে হবে তা তদন্তকারী অফিসার অভয়ার বাবাকে শিখিয়ে এনেছিল।” আর এই সওয়াল জবাব চলাকালীন কার্যত উত্তেজিত হয়ে সিবিআইয়ের দিকে আঙুল তুলে অভয়ার মায়ের মন্তব্য, ”ওরা একেবারে নির্লজ্জ।” পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেন বিচারক। জানান, ”বাইরে গিয়ে কথা বলুন।”
এরপরেই আদালতের বাইরে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখা যায়। সেই সময় তাঁর মন্তব্য, ”আমিও তো মা।”
উল্লেখ্য, ২০২৪-এর ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। ঘটনার ভয়াবহতায় শিউড়ে উঠেছিল গোটা দেশ। তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
পরে, ১৩ আগস্ট আরজি কর কেসের তদন্তভার যায় সিবিআই-এর হাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে সঞ্জয় রায়কেই ধর্ষণ-খুনে ‘একমাত্র অভিযুক্ত’ হিসাবে উল্লেখ করে চার্জশিট পেশ করেছিল সিবিআই। আর গত ২০ জানুয়ারি তার আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করে শিয়ালদহ আদালত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত