
কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান - দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
উল্লেখ্য, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। লেখক হিসেবেও নেহরু ছিলেন বিশিষ্ট। দূরদৃষ্টিসম্পন্ন, আদর্শ বাদী, পন্ডিত এবং কূটনীতিবিদ। প্রসঙ্গত, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। পরবর্তীকালে তাঁর মেয়ে ইন্দিরা গান্ধী ও দৌহিত্র রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ১৯৮৯ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি। শিশু দিবসটি নেহরুর প্রতি শ্রদ্ধা হিসেবে পালিত হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত