
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): ২০২৫ সালের বিহারে বিধানসভা নির্বাচনের ফল যেন সব কিছু ওলট-পালট করে রেখে দিল। বলা ভাল বামেদের ওপর নজর লেগে গেছে।
বিহার নির্বাচনের গণনায় ছবিটা স্পষ্ট যে বামেদের ২০২০-র জোয়ার সম্পূর্ণ থেমে গিয়েছে। ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও শুক্রবার সন্ধে ৬টা পর্যন্ত মাত্র দু'টি কেন্দ্রে এগিয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী–লেনিনবাদী)–লিবারেশন (CPI(ML)-L)।
বাকি বাম শিবিরের অবস্থাও তেমন উজ্জ্বল নয়, কেবল সিপিএম-এর জিম্মায় একটি আসন। ২০২০ সালের তুলনায় এই ছবি বামেদের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তখন মহাগঠবন্ধনের জোট হিসেবে ২৯টি আসনে লড়ে বামেরা দখল করেছিল ১৬টি। সিপিআই(এমএল)- এল লড়েছিল ১৯টিতে। জিতেছিল ১২টি। সাফল্যের হার ছিল ৬৩ শতাংশ। সিপিআই ও সিপিআই(এম) ছ’টি ও চারটি কেন্দ্রে লড়ে জিতেছিল দু’টি করে আসন।
এ বছর মাত্র একটি বাড়তি আসন নিয়ে লড়াইয়ে নামে সিপিআই (এমএল)-এল। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এদিন সংবাদমাধ্যমকে জানান, জোটে বিকাশশীল ইনসান পার্টি (মুকেশ সাহনি) এবং ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টিকে (আইপিগুপ্ত) জায়গা দেওয়ায় আসন ভাগে অতিরিক্ত সুযোগ আসেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত