শ্রীভূমিতে ২০২৪ সালে আন্তঃবর্ণ দম্পতিদের এককালীন আর্থিক অনুদানের দরখাস্ত আহ্বান
শ্রীভূমি (অসম), ১৪ নভেম্বর (হি.স.) : রাজ্যের তফশিলি জাতি এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ অধিকরণ থেকে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আন্তঃবর্ণ বিবাহিত দম্পতিদের এককালীন আর্থিক অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এতে দরখাস্তকারী দম্
শ্রীভূমিতে ২০২৪ সালে আন্তঃবর্ণ দম্পতিদের এককালীন আর্থিক অনুদানের দরখাস্ত আহ্বান


শ্রীভূমি (অসম), ১৪ নভেম্বর (হি.স.) : রাজ্যের তফশিলি জাতি এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ অধিকরণ থেকে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আন্তঃবর্ণ বিবাহিত দম্পতিদের এককালীন আর্থিক অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

এতে দরখাস্তকারী দম্পতিদের আবেদনের জন্য ২০২৪ সালে আন্তঃবর্ণ (ইন্টারকাস্ট) বিবাহিত দম্পতির একজনকে তফশিলি জাতি এবং অন্যজনকে সাধারণ বর্ণ হিন্দু হতে হবে। সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ইস্যুকৃত বিবাহের সার্টিফিকেট থাকতে হবে এবং বিবাহ ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পাদিত হতে হবে।

দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কোনও অনুদান প্রদান করা হবে না। তাই আবেদনের জন্য গ্যাজেটেড অফিসারের কাছ থেকে এই বিবাহ যে প্রথম বিবাহ তা সুনিশ্চিত করে একটি বিবাহের প্রমাণপত্র জমা দিতে হবে। এতে সব উৎস থেকে দম্পতির বার্ষিক আয় ৫ লক্ষ বা তার কম হতে হবে। আড়াই লক্ষ টাকা এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে। তবে ওই অর্থ দম্পতির যুগ্ম নামে যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তিন বছরের লকিং পিরিয়ডে রাখা হবে। যার প্রি ম্যাচুরিটি তোলা যাবে না।

যোগ্য দম্পতিদের প্রয়োজনীয় নথিপত্র সহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে দরখাস্ত গুয়াহাটিতে বিভাগীয় কার্যালয়ে পাঠাতে হবে। বিজ্ঞাপন, দরখাস্তের ফর্ম ও অন্যান্য বিস্তারিত বিবরণ https://directorwsc.assam.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande