
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): শুক্রবার সন্ধ্যায় কলকাতায় বিজেপি দফতর ৬ নম্বর মুরলীধর সেন লেনে উৎসবের মেজাজে বঙ্গ বিজেপি নেতারা। এমনকী
বিহার নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোটের ফলাফলের ওপর পড়বে বলেও মন্তব্য করেন বিজেপি নেতা-কর্মীদের একটা বড় অংশ।
পশ্চিমবঙ্গের গেরুয়া নেতারা মনে করছেন, বিহারে যেমন বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এনডিএ ক্ষমতায় এল, তেমনই বাংলায় আপনাআপনি ক্ষমতা দখল করে নেবে বিজেপি। বিজেপি দফতরে শুক্রবার উৎসবের মেজাজে সেই সুরই ভেসে উঠল।
যদিও বিজেপি নেতাদের এই মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পালটা দিয়ে বলেন, “ওটা বিহারের সমীকরণ। বাংলার সঙ্গে সম্পর্ক নেই। বাংলায় প্রভাব পড়বে না। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান ফ্যাক্টর। ২৫০+ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত