
কাটোয়া, ১৪ নভেম্বর (হি.স.): দু’দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে কাটোয়া শহরের একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম কার্তিক মাঝি (৩০)। তাঁর বাড়ি কাটোয়া শহরের ভূতনাথতলা এলাকায়। পরিবারের দাবি, ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্তিক কাটোয়া শহরের একটি ওষুধের দোকানে কাজ করত। তাঁর বাড়ি শহরের ভূতনাথতলা এলাকায়। বাবা অনিল বাবু শহরের একটি সোনার দোকানে কাজ করতেন। ছোটো ভাইও সোনার দোকানে কাজ করতেন। এদিন বাড়ি থেকে কিছুটা দূরেই একটি পুকুরে কার্তিকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই কাটোয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। কার্তিকের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবারের সদস্যরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা