
খড়গপুর, ১৪ নভেম্বর (হি.স.): দিল্লির বিস্ফোরণ নিয়ে শুক্রবার বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘এই ঘটনা বড় ষড়যন্ত্র ছিল। তদন্তকারী সংস্থা তদন্ত করছে। ধীরে ধীরে এই ষড়যন্ত্র কতটা গভীরে ছিল, তা জানতে পারছেন সাধারণ মানুষ। এই ঘটনার গভীরে পৌঁছবে সরকার। সবাইকে আইনের মুখোমুখি করা হবে। তার পরে দেশ থেকে জঙ্গি কার্যকলাপ প্রায় শেষ হয়ে যাবে।’
শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, সরকার এবং তদন্তকারী সংস্থাগুলি এই মামলার তদন্তে সজাগ রয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে এবং সরকার আগামী সময়ে দেশ থেকে সন্ত্রাসবাদের প্রায় অবসান ঘটাতে সন্ত্রাসবাদের মূলে পৌঁছাচ্ছে। অনেক প্রতিষ্ঠান জড়িত তবে সবকিছু প্রকাশ পাবে এবং অপরাধীদের উন্মোচিত করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা