৭ কোটি ৪৫ লাখ এনুমারেশন ফর্ম বিতরণ রাজ্যে : নির্বাচন কমিশন
কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : ভোটার তালিকায় নিবিড় সংশোধনী কাজের একাদশতম দিনেও ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিতরণের কাজ শেষ করে উঠতে পারে নি নির্বাচন কমিশন। শুক্রবারের তথ্য অনুযায়ী - ৭ কোটি ৪৫ লাখ মানুষের কাছে তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এ নিয়ে কর্
৭ কোটি ৪৫ লাখ এনুমারেশন ফর্ম বিতরণ রাজ্যে : নির্বাচন কমিশন


কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : ভোটার তালিকায় নিবিড় সংশোধনী কাজের একাদশতম দিনেও ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিতরণের কাজ শেষ করে উঠতে পারে নি নির্বাচন কমিশন। শুক্রবারের তথ্য অনুযায়ী - ৭ কোটি ৪৫ লাখ মানুষের কাছে তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষের তরফেও বার্তা হল - ৯৭.৩৩ শতাংশ ভোটারদের কাছে তা বাড়িতেই হাতে পৌঁছেছে। উল্লেখ্য, চলতি মাসের ৪ নভেম্বর থেকেই তা পশ্চিমবঙ্গে চালু করা হয়। স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এস আই আর মারফৎ যে কাজ চলছে তা পুরোদমেই শুরু হতে কমপক্ষে তিনদিন দেরি হয়। ভোট কর্মী ও বিএলও ঐক্য মঞ্চের তরফে সাধারণ সম্পাদক স্বপন মন্ডল ফের এদিন জানিয়েছেন যে,সঠিক সময়েই তা হাতে পেলে এতদিন পর্যন্ত বিতরণের প্রশ্নে কোনও খামতি থাকত না। বরং নির্বাচন কমিশনের পেশাদার মনোভাবের ঘাটতি রয়েছে। ৭ নভেম্বর এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর বুথ লেভেল অফিসার ভোট দাতাদের বাড়িতে তা পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande