

অশোকনগর, ১৪ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের অশোকনগরে বাঘ ও অন্যান্য বন্য প্রাণীর গণনার জন্য বন দফতরের কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার জেলা বন আধিকারিক প্রতিভা আহিরওয়ার জানান, এই গণনা প্রতি চার বছরে একবার হয়। শেষবার এই গণনা ২০২২ সালে করা হয়েছিল।
প্রশিক্ষণে ভিন্ন ভিন্ন রুটে বাঘ ও অন্যান্য প্রাণীর পায়ের ছাপ সংগ্রহ, তৃণভোজী বন্যপ্রাণীর সংখ্যা ও অবস্থান চিহ্নিত করা শেখানো হচ্ছে। জিপিএস ব্যবহার করে নির্দিষ্ট পয়েন্টে তথ্য নথিভুক্ত করার নিয়মও শেখানো হচ্ছে।
বন দফতরের অনুমান, অশোকনগরে চিতা বাঘের সংখ্যা প্রায় ৮০–১০০ হতে পারে। প্রশিক্ষণ চলবে ছয় দিন ধরে। তিন দিন শ্বাপদ ও তিন দিন তৃণভোজী বন্যপ্রাণীর গণনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য