
ঝাড়গ্রাম, ১৪ নভেম্বর (হি.স.) : শুক্রবার শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে ঝাড়্গ্রাম শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ৭২ নম্বর বুথে আয়োজিত এসআইআর ফর্ম পূরণ ক্যাম্পেও উপস্থিত হন। শুক্রবার থেকেই ওই ক্যাম্পে ফর্ম পূরণের কাজ শুরু করেছে বিজেপি।
দিলীপ ঘোষ জানান, যাদের ২০০২ বা তার আগের নাম নথিভুক্ত নেই, তাদের এখনই সিএএ–র অধীনে ফর্ম ফিলআপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি বলেন, “যাদের ২০০২ সালের রেকর্ড আছে, তাদের সমস্যা নেই। কিন্তু যারা পরে এসেছেন বা নাম নেই, তাদের বলেছি এখন থেকেই সিএএ-তে ফর্ম ফিলআপ করুন। এখানেই সিএএ ফর্ম পূরণের জন্য বিশেষ ক্যাম্প রাখা হয়েছে। এটিই সমস্যার সমাধানের পথ।”
এর আগে দিলীপ ঘোষ শিশু দিবস উপলক্ষে শালবনির বিকাশ ভারতী শিশু বিকাশ কেন্দ্রের হোমে সময় কাটাতে যান। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের সন্তান শ্রীঞ্জয়ের স্মৃতিতে দম্পতি দিনটির বেশিরভাগ সময় সেখানে কাটান। শিশুদের সঙ্গে খাওয়া-দাওয়া, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নেন। শহরে থেকে ফেরার পথে তিনি বিজেপির মিডিয়া কনভেনার প্রশান্ত মজুমদারের সঙ্গে ১৮ নম্বর ওয়ার্ডে সিএএ ও এসআইআর-সংক্রান্ত সমস্যায় পড়া পূর্ববাংলা–উৎসভূমি মানুষের সঙ্গে কথাও বলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো