গাজায় আরোপিত সংবাদমাধ্যমে অবরোধ প্রত্যাহারের আহ্বান আইএফজে-র
গাজা, ১৪ নভেম্বর, (হি.স.): গাজায় আরোপিত সংবাদমাধ্যমে অবরোধের বিষয়ে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) তাদের উদ্বেগের কথা জানিয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে অবিলম্বে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাল ওই সংগঠন। দু’বছরেরও বেশি সময় ধরে ইসর
গাজায় আরোপিত সংবাদমাধ্যমে অবরোধ প্রত্যাহারের আহ্বান


গাজা, ১৪ নভেম্বর, (হি.স.): গাজায় আরোপিত সংবাদমাধ্যমে অবরোধের বিষয়ে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) তাদের উদ্বেগের কথা জানিয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে অবিলম্বে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাল ওই সংগঠন।

দু’বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি সরকারের অব্যাহত অবরোধে সংবাদমাধ্যমের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ।

বিদেশী সাংবাদিকদের পাশাপাশি পশ্চিম তীরের ফিলিস্তিনি সাংবাদিকদেরও ছিটমহলে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। এই অবস্থায় আইএফজে ফিলিস্তিনি সাংবাদিকদের সিন্ডিকেট (পিজেএস) এর সাথে যোগ দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রসঙ্গত, গত ৭ই অক্টোবর ২০২৩ সাল থেকে, শুধুমাত্র গাজার সাংবাদিকরা গাজার বাস্তবতা সম্পর্কে রিপোর্ট করতে সক্ষম। ৯ই অক্টোবর যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। ২৩শে অক্টোবর, ইসরায়েলি সুপ্রিম কোর্ট বিদেশী সাংবাদিকদের গাজায় প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার জন্য হিব্রু রাষ্ট্রকে ৩০ দিন সময় দেয়। এই সিদ্ধান্ত সত্ত্বেও, বিদেশী মিডিয়াকে ছিটমহলে অবাধে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য এখনও কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়ন করা হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande