ইডেন টেস্টে প্রথম দিন চালকের আসনে ভারত
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) : ছ’বছর পর ইডেনে হচ্ছে টেস্ট ম্যাচ। ভারত-দক্ষিণ আফ্রিকার এই টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। ভারতে যে এরকম টেস্ট ঘিরে উন্মাদনা হতে পারে তা ইডেন শুক্রবার দেখাল। একেবারে হাউসফুল গ্যালারি। শুক্রবার ইডেন টেস্ট ঘিরে যে
ইডেন টেস্টে প্রথম দিন চালকের আসনে ভারত


কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) : ছ’বছর পর ইডেনে হচ্ছে টেস্ট ম্যাচ। ভারত-দক্ষিণ আফ্রিকার এই টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। ভারতে যে এরকম টেস্ট ঘিরে উন্মাদনা হতে পারে তা ইডেন শুক্রবার দেখাল। একেবারে হাউসফুল গ্যালারি।

শুক্রবার ইডেন টেস্ট ঘিরে যে উন্মাদনা থাকবে তা বোঝা গিয়েছিল আগেই। এদিন সকালে ইডেন সংলগ্ন এলাকায় টিকিটের লম্বা লাইন দেখা গিয়েছিল। তাছাড়া শীতের মিষ্টি রোদে খেলা দেখার জন্য হাজারে হাজারে মানুষ ইডেনমুখী হয়েছিলেন।

এদিনও ‘টসভাগ্য’ ছিল না শুভমানের। টস হেরেও ইডেনের প্রথম দিনটা ছিল ভারতেরই। এদিন আত্মবিশ্বাসই দেখা গেল গোটা ভারতীয় দলে। বুমরাহ, কুলদীপ, সিরাজদের দাপটে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে শেষ হয়ে গেল মাত্র ১৫৯ রানে। জবাবে দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৩৭। ভারত এখনও পিছিয়ে ১২২ রানে।

দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ করে দেওয়ার মূল কারিগর এদিন ছিলেন বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরাহ। তিনি নিয়েছেন ৫ উইকেট। ভারতের মাটিতে ১৭ বছর পর লাল বলের ম্যাচে প্রথম দিন ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন জসপ্রীত বুমরাহ। এর আগে শেষ বার ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথম দিন ৫ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। ২০০৮ সালের ৩ এপ্রিল আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন স্টেইন।

এই ম্যাচে বুমরা ছাড়া সিরাজ ও কুলদীপ ২টি করে উইকেট নিয়েছেন এবং ১টি উইকেট অক্ষর প্যাটেল নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছেন মার্করাম ৩১ ও মুল্ডার ২৪।

–––––––––––––

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande