‘টাইগার জিন্দা হ্যায়’, নীতীশের নামে পোস্টার; উল্লাস জেডিইউ–র
পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে ভোটের প্রাথমিক প্রবণতা বলছে, জেডিইউ একাধিক আসনে এগিয়ে। জয়ের দিকে এনডিএ। এই প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় দলের সুপ্রিমো নীতীশ কুমারের নামে পোস্টার পড়েছে। সেখানে লেখা, ‘টাইগার জিন্দা হ্যায়’। পাশাপাশি, তাঁর বাসভবনের সাম
‘টাইগার জিন্দা হ্যায়’, নীতীশের নামে পোস্টার; উল্লাসে জেডিইউ


পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে ভোটের প্রাথমিক প্রবণতা বলছে, জেডিইউ একাধিক আসনে এগিয়ে। জয়ের দিকে এনডিএ। এই প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় দলের সুপ্রিমো নীতীশ কুমারের নামে পোস্টার পড়েছে। সেখানে লেখা, ‘টাইগার জিন্দা হ্যায়’। পাশাপাশি, তাঁর বাসভবনের সামনে উপস্থিত হয়েছেন সমর্থকরা।

পাটনায় জেডি (ইউ) অফিসের বাইরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। জেডিইউ নেতা ছোটু সিং বলেছেন, আমরা নীতীশ কুমারকে অভিনন্দন জানাই। বিহারের জনগণ নীতীশ কুমারকে বিজয়ী করেছেন। আমরা এখানে হোলি, দীপাবলি উদযাপন করব। এনডিএ সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে এবং ১৮৮টি আসনে এগিয়ে রয়েছে জেডি(ইউ) ৭৫, বিজেপি ৮৫, এলজেপি (রামবিলাস) ২২, এইচএএমএস ৪, আরএলএম ২। ভোট গণনা অব্যাহত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande