জাপান মাস্টার্স ২০২৫: লক্ষ্য সেন লোহ কিয়ান ইউকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন
কুমামোতো (জাপান), ১৪ নভেম্বর(হি.স.): জাপানের কুমামতো মাস্টার্সে জয় তুলে কোয়ার্টার ফাইনালে পা রাখলেন লক্ষ্য সেন। বৃহস্পতিবার কুমামোতো সিটিতে জাপান মাস্টার্স একটি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ ইভেন্ট -এ লক্ষ্য সেন সিঙ্গাপুরের প্রাক্তন বিশ্ব চ্
জাপান মাস্টার্স ২০২৫: লক্ষ্য সেন লোহ কিয়ান ইউকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন


কুমামোতো (জাপান), ১৪ নভেম্বর(হি.স.): জাপানের কুমামতো মাস্টার্সে জয় তুলে কোয়ার্টার ফাইনালে পা রাখলেন লক্ষ্য সেন। বৃহস্পতিবার কুমামোতো সিটিতে জাপান মাস্টার্স একটি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ ইভেন্ট -এ লক্ষ্য সেন সিঙ্গাপুরের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন লোহ কিয়ান ইউকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।

কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন, সপ্তম বাছাই, সেন ৩৯ মিনিটে বিশ্বের ৯ নম্বর খেলোয়াড় লোহকে ২১-১৩, ২১-১৭ ব্যবধানে হারিয়ে এক দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, ১০টি কেরিয়ারের ম্যাচে সপ্তম জয়ের মাধ্যমে সিঙ্গাপুরের খেলোয়াড়ের উপর তাঁর আধিপত্য বিস্তার করেছেন।

সেপ্টেম্বরে হংকং ওপেনে রানার্সআপ হওয়া বিশ্বের ১৫ নম্বর খেলোয়াড়ের পরের লড়াইয়ে জাপানের ষষ্ঠ বাছাই এবং বিশ্বের ১৩ নম্বর খেলোয়াড় কেন্তা নিশিমোতো মুখোমুখি হবেন। সেন চিত্তাকর্ষক অলরাউন্ড নিয়ন্ত্রণ প্রদর্শন করে লোহকে পরাজিত করেন, যিনি বেশ কিছুদিন ধরেই ফর্মে ফেরার জন্য লড়াই করে আসছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande