বিহারে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে : জিতন রাম মাঝি
পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার। বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান জিতন রাম মাঝি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই ফল অপ্রত্যাশিত। আমরা
জিতন রাম মাঝি


পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার। বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান জিতন রাম মাঝি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই ফল অপ্রত্যাশিত। আমরা শুরু থেকেই বলছি, বিহারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে এনডিএ এবং মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার।

জিতন রাম মাঝি বলেন, প্রবণতা দেখে মনে হচ্ছে, আমরা ১৬০টি আসনের কম পাব না। মহাজোট ৭০-৮০টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নীতীশ কুমারই হবেন বিহারের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এনডিএ ইতিমধ্যেই বিহারে ম্যাজিক সংখ্যা অতিক্রম করে, জয়ের দিকে এগিয়ে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande