স্ত্রীবিয়োগের সাত মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা
আলিপুরদুয়ার, ১৪ নভেম্বর (হি.স.): নিঃসঙ্গতা কাটাতে ফের সাত পাঁকে বাধা পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। গত ২৩ এপ্রিল তাঁর প্রথম স্ত্রী মহিমা বার্লার মৃত্যু হয়। তার সাত মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা। জানা
স্ত্রীবিয়োগের সাত মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা


আলিপুরদুয়ার, ১৪ নভেম্বর (হি.স.): নিঃসঙ্গতা কাটাতে ফের সাত পাঁকে বাধা পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। গত ২৩ এপ্রিল তাঁর প্রথম স্ত্রী মহিমা বার্লার মৃত্যু হয়। তার সাত মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা।

জানা গিয়েছে, ১১ নভেম্বর আইনি বিয়ে সেরে ফেলেছেন তিনি। এবার সামাজিক বিয়ের পালা। খবরটি শুক্রবার প্রকাশ্যে এসেছে।

দলগাঁও চাবাগানের দলমণি ডিভিশনের মঞ্জু তিরকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। মঞ্জুদেবী ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি ডিমডিমা গার্লস হাই স্কুলের শিক্ষিকা। জন বার্লা বলেন, “আমি ও আমার পরিবার নিঃসঙ্গতায় ভুগছিলাম। বাড়িতে খাওয়া দাওয়া-সহ সব কাজে অসুবিধে হচ্ছিল। দুই পরিবারের সম্মতি নিয়ে আমরা বিয়ে করেছি। ১১ নভেম্বর রেজিস্ট্রি করেছি। খুব তাড়াতাড়ি সামাজিক অনুষ্ঠান করব।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande