
কিয়েভ, ১৪ নভেম্বর (হি.স.) : শুক্রবার ভোররাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। অন্তত ৪ জনের মৃত্যু, আহত কমপক্ষে ২৬-এর বেশি। বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন লেগে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘটনাকে “বড় এবং সুপরিকল্পিত আক্রমণ” বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি সারা দেশে অন্তত ৪৩০ ড্রোন ও ১৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ। হামলায় আজারবাইজানের দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় বহুতল ভবন ধসে পড়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, আহত ২৬ জনের মধ্যে একজন গর্ভবতী নারী ও দুই জন শিশু। বিস্ফোরণের কারণে বহু এলাকায় বিদ্যুৎ ও পানীয়জলের সরবরাহ ব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের খুঁজে বের করতে ইতিমধ্যেই কাজ চালাচ্ছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য