
দ্বারভাঙা, ১৪ নভেম্বর (হি.স.): আলিনগর থেকে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর। তাঁর জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তার পরেই ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন মৈথিলী। বললেন, স্বপ্নের মতো লাগছে। মেয়ের মতো সেবা করব ভোটারদের।
তিনি বলেন, জনগণ, মহিলা, যুবকরা, এবং প্রথমবারের ভোটাররা, বিশেষ করে অল্পবয়সী মেয়েরা, আমার উপর এত আস্থা রেখেছে। আমি তাদের আস্থা পূরণ করব। জনগণের বিশ্বাস আছে। এই জয় আমার একার নয়। এটি জনগণের জয় এবং বিহারের জয়। আমি ভোটের আগে ও ভোটের সময় দেখেছি, মানুষ কীভাবে আমাদের 'বিকাশ পুরুষ' প্রধানমন্ত্রীর পক্ষে এগিয়ে এসেছে। এটি আমার প্রথম নির্বাচনী অভিজ্ঞতা। তাই আমি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের ভালোবাসা প্রত্যক্ষ করেছি। এটা আমার সৌভাগ্য যে আমি তাঁদের নির্দেশ অনুযায়ী কাজ করে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ